বিশ্বের শী’র্ষ ধনী ও প্রযু’ক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস স’ম্প্রতি বিলাসবহুল একটি প্রমোদতরী কিনেছেন, যা চলবে তরল হাইড্রোজে’নে। অর্থাৎ এই প্রমোদতরী ধোঁয়ার পরিবর্তে নির্গত করবে পানি। বিলাসবহুল এই জলযানের মূল্য (৫০০ মিলিয়ন পাউন্ড) বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪৭৬ কোটি ৭২ লাখ টাকার সমান।
এর আগে এ ধ’রনের তরল হাইড্রোজেনচালিত প্রমোদতরী দেখা যায়নি বিশ্বে। পাঁচতলা এই প্রমোদতরী লম্বায় ৩৭০ ফুট। তাতে একস’ঙ্গে ১৪ জন অতিথি সফর ক’রতে পারবেন। নাবিক দলে থাকবেন ৩১ জন। এছাড়াও প্রমোদতরীটিতে হেলিপ্যাড, স্পা, জিমনেসিয়াম, ইয়োগা স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও সুইমিং পুল থাকবে।
ব্রিটিশ দৈনিক গা’র্ডিয়ানের প্র’তিবেদনে জা’নানো হয়েছে, প্রমোদতরীটিতে হাইড্রোজেন জ্বা’লানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজে’নের সঠিক সমন্বয়ে মি’শ্রণ করে এই কাজ চলতে থাকবে। ডাচ ডিজাইন ফার্ম সিনোটের দ্বারা মোনাকো প্রমোদতরী প্রদ’র্শনীতে গত বছর এটি প্রথম দেখা যায়।
২০২৪ সালের আগেই এই প্রমোদতরী সমুদ্রে তার যাত্রা শুরু ক’রতে পারবে। যার গতি হবে ঘণ্টায় প্রায় ২০ মাইল। একবার জ্বা’লানি নিয়ে ৩ হাজার ৭৫০ মাইল অর্থাৎ লন্ডন থেকে নিউইয়র্ক পাড়ি দিতে পারবে বিলাসবহুল এই জলযান। এছাড়া ব্যাকআপ হিসেবে ডিজে’ল রাখারও ব্যব’স্থাও রয়েছে, যাতে কোনো উদ্ভূত প’রিস্থিতি সামলে নেয়া যায়।
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: