দেড় কোটি ডলারের দুর্লভ হীরা

 

দেড় কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে ১০২ ক্যারেটের দুষ্প্রাপ্য একটি সাদা হীরা। সম্প্রতি নিলামকারী প্রতিষ্ঠান সোদবের নিলাম থেকে হীরাটি কিনে নেন নাম প্রকাশ না হওয়া এক ক্রেতা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটি এক রকমের ‘চুক্তি’। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।  

 মহামূল্যবান বিরল এই হীরাটির ক্রেতার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বৈশ্বিক মহামারির কারণে শুধু হংকংয়ে এই নিলামের আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান সোদবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টেলিফোনে ওই হীরাটি কিনে নেন ক্রেতা।    

 দুর্লভ এই হীরা ২৭১ ক্যারেটের একটি হীরকখণ্ড থেকে নেওয়া হয়। যেটি ২০১৮ সালে কানাডার এক খনি থেকে সংগ্রহ করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে, নিলাম হওয়া হীরাটি ছাড়া বিশ্বে ১০০ ক্যারেটের ওপর হীরা আছে আর মাত্র ৭টি। যার প্রায় সবগুলোই ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে।    

হীরাটি নিলামের সময় এর কোনো রিজার্ভ মূল্য (সর্ব নিম্ন মূল্য, যেটি এর বিক্রেতা ঠিক করে দেন) ধরা হয়নি। ইতিহাসে এমন নিলামের ঘটনা এই প্রথম। যেখানে এভাবে একটি হীরা বিক্রি হলো। 

সোদবের বর্ণনায় হীরাটি একেবার ‘নিখুঁত’। তোবিয়াস কোরমাইন্ড নামে অনলাইন জুয়েলারি প্রতিষ্ঠান ৭৭ ডায়মন্ড-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, রিজার্ভ মূল্য না রাখাটা বিক্রেতার একটি সাহসী সিদ্ধান্ত। 

২০১৭ সালে সুইজারল্যান্ডের ল্যান্ডের জেনেভায় ক্রিস্টি’সের এক নিলাম অনুষ্ঠানে ১৬৩ ক্যারেটের একটি হীরা আনা হয়েছিল। হীরাটি ৪০৪ ক্যারেটের একটি হীরকখণ্ড থেকে নেওয়া। যেটি অ্যাঙ্গোলা থেকে সংগ্রহ করা হয়েছিল। বলা হয়, যে কোনো নিলামে আজ পর্যন্ত সবচেয়ে বড় হীরা ছিল এটি। ওই হীরাটির ক্রেতার পরিচয়ও প্রকাশ করা হয়নি। একই বছর ১৯ ক্যারেটের কাছাকাছি গোলাপি রঙের একটি বিরল হীরা নিলামে বিক্রি হয়। ক্যারেট প্রতি দাম বিবেচনায় যেটি এখন পর্যন্ত রেকর্ড। হীরাটির প্রতি ক্যারেটের দাম পড়ে প্রায় ২৬ লাখ ডলার। যেটি কোনো গোলাপি হীরার সর্বোচ্চ মূল্য বলে দাবি করছে ইউরোপের অন্যতম প্রধান নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: