যে কয়টি দেশ এই টিকা তৈরিতে এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম চীন। করোনার টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য নিশ্চিত করে বলেছে, বিশেষজ্ঞরা চীনের তৈরি টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করা হয়নি। স্থানীয়ভাবে উৎপাদিত এই টিকার প্রয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারের জরুরি সেবাদান কাজে নিয়োজিত কর্মী এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের এই টিকা দেওয়া হচ্ছে।
চীনের পদক্ষেপ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসেনশিয়াল মেডিসিন ও হেলথ টেকনোলজিবিষয়ক সমন্বয়ক সোকোরো এসকেলেট বলেন, জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করতে চীনের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
সোকোরো এসকেলেট বলেন, ‘জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে এ টিকার অনুমোদন দিতে
এর গুণগত মান, নিরাপত্তা ও টিকার কার্যক্ষমতা যাচাই করা হবে। এরপর চীনের টিকা আমাদের লাইসেন্স পেতে পারে।’
করোনাভাইরাসের টিকা ইতিমধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে রাশিয়া।
Post A Comment:
0 comments: